টঙ্গিবাড়ীতে ২ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১৩

upzilalogoভোটকেন্দ্রে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা নির্বাচনের ভোট চলাকালে একটি কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার সকালে উপজেলার আলদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই সংঘর্ষের ঘটনায় নারীসহ অন্তত ১৩ জন আহত হয়েছে। সংঘর্ষের কারণে প্রায় ৩০ মিনিটি ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ থাকে।

ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শংকর চন্দ্র সেন জানান, সকাল ১১টার দিকে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলী আজগর রিপন মল্লিক ও আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

তিনি জানান, পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি ভোটকেন্দ্রে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কেন্দ্রটিতে প্রায় আধাঘণ্টা ভোটগ্রহণ বন্ধ রাখা হয় বলেও জানান তিনি।

Leave a Reply