টঙ্গীবাড়ী উপজেলায় ৩টি পদেই আ’লীগ প্রার্থীদের বিপুল ভোটে জয়লাভ

tongibariResultব.ম শামীম: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ৩টি পদেই আওয়ামীলীগ প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছে। চেয়ারম্যান পদে আ“লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ (দোয়াত-কলম) প্রতিকে পেয়েছেন ৬৬ হাজার ৪ শত ৬০ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী বিএনপির আলি আসগর রিপন মল্লিক (আনারস) পেয়েছেন ২৯ হাজার ৫ শত ১২ ভোট। ভাইস চেয়ারম্যান পদে আ“লীগ প্রার্থী রাহাত খান রুবেল (টিয়া পাখি) পেয়েছেন ৫০ হাজার ৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রহমান বাচ্চু (তালা) পেয়েছেন ৩০ হাজার ৬ শত ৩ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আ“লীগ প্রার্থী এমিলী পারভিন (কলস) পেয়েছেন ৫৬ হাজার ৫শত ৩১ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী বিএনপির পাপিয়া ইসলাম পেয়েছেন ৩২ হাজার ৫শত ৬১ ভোট। এর আগে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভোট গ্রহন সম্পন্ন হয়।

উপজেলার পাচঁগাও কেন্দ্রে সকালে অবৈধভাবে ভোট প্রদানের চেষ্টাকালে পুলিশ ২ ব্যাক্তিকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সুমন হাওলাদার (৩০) এবং ইয়ার হোসেন খন্দকার (৩৮) কে ৬ মাসের করে সাজা প্রদান করেন নির্বাহী ম্যাজিট্রেট মো. তাজুল ইসলাম।

এছাড়া তাদের শরীরে দু-পুড়িয়ে গাঁজা পাওয়া গেছে। পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১১ টায় ভোটের শৃঙ্খলা ভঙ্গের কারনে ৩ পুলিশ কনষ্টেবলকে পিটিয়েছে র‌্যাব সদস্যরা। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুপুর ১টার দিকে উপজেলার খিলপাড়া কেন্দ্রে কিছু দুস্কৃতিকারী জাল ভোট প্রদান করতে চাইলে এলাকার লোকজন তা প্রতিহত করে দেয়।

এছাড়া সকাল হতে ভোটারদের লাইনে দাড়িয়ে স্বতঃর্স্ফূতভাবে ভোট দিতে দেখা গেছে। ভোটার উপস্থিতি তুলনামূলক ভালো ছিলো। উপজেলা সোনারং, দশত্তর, মান্দ্রা, চাঠাতিপাড়া, কামাড়খাড়া কেন্দ্রে লাইনে দাড়িয়ে ভোটাররা ভোট প্রদান করে ।

tongibariResult
১. ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ, ২. রাহাত খান রুবেল ( ভাইস চেয়ারম্যান পুরুষ) ৩. এমিলি পারভীন ( মহিলা ভাইস চেয়ারম্যান।

Leave a Reply