মুন্সীগঞ্জ শহরে মঙ্গলবার সকালে দুর্নীতি প্রতিরোধে একটি র্যালি বের করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। শহরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়। র্যালিটি জুবলী রোড প্রদক্ষিণ করে পুনরায় শিল্পকলায় গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল, সিভিল সার্জন ডা. শরীফুল আলম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবুল বাসার, সাধারণ সম্পাদক আল-নূর ইসলাম সায়েম, অ্যাডভোকেট আশরাফ-উল-ইসলাম প্রমুখ।
দ্য রিপোর্ট
Leave a Reply