অধ্যাপক জয়ন্ত স্যানালকে সংবর্ধনা

মুন্সীগঞ্জ এপেক্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক জয়ন্ত কুমার স্যানালকে সংবর্ধনা দেয়া হয়েছে। তার শারিরিক অসুস্থতার জন্য শহরের একে চৌধুরী ভববনের তাঁর বাসভবনে শনিবার রাতে এই সংবর্ধান আয়োজন করা হয়। ৩৫তম পালা বদল অনুষ্ঠানে তাঁেক সংবর্ধনার দিন ধার্য ছিল। কিন্তু তিনি অসুস্থতা জনিত কারণে উপস্থিত থাকতে না পারায় সেই সভার সিদ্ধান্ত মোতাবেক তাঁর বাসভবনেই এই আয়োজন করা হয়। পালা বদল উদযাপন কমিটির চেয়ারম্যান তাঁর হাতে সংবর্ধনার ক্রেস্ট তুলে দেন। এই আয়োজনে অংশ নেন ক্লাবের বর্তমান সভাপতি অনোয়ারা বেগম, সদ্য বিদায়ী সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সেতু ইসলাম, আনোযার হোসেন মোল্লা, এ্যাডভোকেট লাবলু মোল্লা, এ্যাডভোকেট কেআই খলিলউল্লাহ জসিম, জাহাঙ্গীর হোসেন, মো. মকবুল হোসেন দেওয়ান, মেহেদী হাসান মিন্টু।

এর আগে ২৬ মার্চ শহরে সার্কিট হাউস মিলনায়তনে মুন্সীগঞ্জ এপেক্স ক্লাবের ৩৫তম পালাবদল অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষন দেন দেশের শ্রেষ্ঠ জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল। অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণ দেন জাতীয় সভাপতি মো. আসলাম হোসেন, সহসভাপতি এ্যাডভোকেট সৈয়দ নুরুর রহমান, সম্মানিত অতিথি সাবেক পৌর মেয়র এ্যাডভোকেট মুজিবুর রহমান, এলজি আশরাফুল হক মানিক, এলজি পিএনপি মো. আনিসুজ্জামান সাথিল, এলজি পিএনপি ইঞ্জিনিয়ার ফারুকুল ইসলাম, পিএনপি অভিজিত দাস ববি, ডিজি-৮ ময়জুদ্দিন আহম্মেদ মাইজু, পিডিজি-১ শরিফউদ্দিন ভূইয়া, জাতীয় সচিব আব্দুল মতিন শিকদার, পিডিজি-১ এ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরী, পিডিজি-১ এ্যাডভোকেট আশরাফ-উল-ইসলাম প্রমুখ। উদযাপন কমিটির চেয়ারম্যান মীর নাসিরউদ্দিন উজ্জ্বল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বিগত কমিটির সভাপতি আনোয়ার হোসেন নতুন সভাপতি আনোয়ারা আক্তারের কাছে দায়িত্ব অর্পন করেন। নতুন সাধারণ সম্পদেকর দায়িত্ব গ্রহন করেছেন এ্যাডভোকেট সেতু ইসলাম।

স্বদেশ

Leave a Reply