চরমুক্তারপুরে চাঁদা না দেয়ায় বেকারিতে হামলা, আহত ৫

hamla4মুন্সীগঞ্জ সদর উপজেলার চরমুক্তারপুরে চাঁদা না দেয়ায় একটি বেকারিতে হামলা চালিয়ে পাঁচ জনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১১টার দিকে চরমুক্তারপুরের বন্ধু বেকারিতে এ হামলা হয় বলে সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান।

এ ঘটনায় আহত বাচ্চু মিয়া (৫৭), চৌধুরী আবুল (৪৫), শাহাবুদ্দিন মণ্ডল (৪৮) , ফরহাদ (২৫) ও মোস্তফাকে (২৮) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেকারির মালিক মো. আসলাম বলেন, তুহিন নামের এক যুবকের নেতৃত্বে কয়েকজন সকালে বেকারিতে এসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। সে সময় ক্যাশে থাকা এক হাজার টাকা নিয়ে তারা চলে যায় এবং বাকি টাকা রাতে নিতে আসবে বলে জানায়।

এরপর তিনি বিষয়টি জমির মালিকদের জানান। পরে রাতে টাকা নিতে আসলে জমির মালিক শাহাবুদ্দিন ও তার লোকজনের সঙ্গে তাদের বাক-বিতণ্ডা হয়।

“এর কিছুক্ষণ পরে কয়েকটি মটর সাইকেল ও অটোতে করে রানা, তুহিন, জামাল, এমরান ও রাকিবের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জন এসে ৭/৮ রাউন্ড গুলিবর্ষণ করে। এ সময় জমির মালিক শাহাবুদ্দিনসহ বেকারির কাছে থাকা সবাইকে কুপিয়ে আহত করে তারা,” বলেন আসলাম।

মাসে নয় হাজার টাকায় জমি ভাড়া নিয়ে সেখানে বেকারি করে ব্যবসা করেন বলে জানান তিনি।

এ হামলায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ওসি শহিদুল জানিয়েছেন।

বিডিনিউজ

Leave a Reply