মোশাররফ শায়না যুগলবন্দি

saina mosarrafছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। ক্যারিয়ারের শুরু থেকেই নিজস্ব স্টাইল ও বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকহৃদয় জয় করে নিয়েছেন। অন্যদিকে চিত্রনায়িকা হিসেবে শায়না আমিন ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। পাশাপাশি ছোটপর্দায়ও কাজ করছেন। সম্প্রতি জনপ্রিয় এ দুই অভিনয়শিল্পী একটি খ-নাটকে জুটিবদ্ধ হয়েছেন।শেখ সামিরাহ নন্দিত অভিনেতা মোশাররফ করিম সফলতার সিঁড়ি বেয়ে খ্যাতির সর্বোচ্চ শিখরে অবস্থান করছেন। টিভি নাটক, মঞ্চ ও চলচ্চিত্র শিল্পে তার অবদান অনস্বীকার্য। মোশাররফ করিম যে কাজেই হাত দিয়েছেন, তাতেই শতভাগ সফল হয়েছেন। অন্যদিকে ২০০৬ সালে বদরুল আনাম সৌদের ‘ক্রস কানেকশন’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় পা রাখেন শায়না। এরপর বেশকিছু বিজ্ঞাপন ও নাটকে কাজ করেন তিনি। তার সব কাজই দারুণ প্রশংসিত হয়েছে। তবে বছরতিনেক আগে মোশাররফ-শায়না প্রথমবার একটি ধারাবাহিক নাটকে জুটি বাঁধেন। এর মধ্য দিয়েই জুটি হিসেবে তাদের সফল যাত্রা শুরু হয়। সম্প্রতি এ তারকাজুটি একটি খ-নাটকে ক্যামেরাবন্দি হয়েছেন। এর শিরোনাম ‘তিতা-মিঠা মধুচন্দ্রিমা’। জুবায়ের ইবনে বকর পরিচালিত এ নাটকে তাদের নবদম্পতির ভূমিকায় দেখা যাবে। বিয়ের পর মজার সব কর্মকা- নিয়েই এর পটভূমি গড়ে উঠেছে। কয়েক দিন আগে ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।
saina mosarraf
এ প্রসঙ্গে শায়না বলেন, ‘আমি ও মোশাররফ ভাই দ্বিতীয়বারের মতো একসঙ্গে অভিনয় করেছি। আমি সবসময় তার সঙ্গে শুটিং করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। তা ছাড়া খ-নাটকটির স্ক্রিপ্ট বেশ চমৎকার।’ মোশাররফ করিম বলেন, ‘দীর্ঘদিন পর শায়নার সঙ্গে জুটিবদ্ধ হতে পেরে বেশ ভালো লেগেছে। ভবিষ্যতে আমি ওর সঙ্গে আরো ভালো ভালো কাজ করতে চাই।’
২০১১ সালে শরাফ আহমেদ জীবনের পরিচালনায় ‘কামিং সুন’ ধারাবাহিক নাটকে প্রথমবার মোশাররফ-শায়না একসঙ্গে ক্যামেরাবন্দি হন। এ নাটকে শায়না মোশাররফ করিমের বিপরীতেই অভিনয় করেছিলেন। এ প্রসঙ্গে শায়না বলেন, ‘মোশাররফ করিম আমার বড় ভাইয়ের মতো। আমি সবসময় তাকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখি। তিনিও আমাকে বেশ স্নেহ করেন। এক কথায় বলতে গেলে তার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতাটা চমৎকার।’

মোশাররফ করিমের সঙ্গে প্রথম শুটিংয়ের অনুভূতি প্রসঙ্গে জানতে চাইলে শায়না বলেন, ‘আমি মোশাররফ করিমের অন্ধ ভক্ত। এত বড় মাপের একজন অভিনয়শিল্পীর বিপরীতে অভিনয় করতে গিয়ে বেশ ভয় ভয় লাগছিল। তবে মোশাররফ ভাই খুবই আন্তরিক স্বভাবের মানুষ। তিনি গল্পের ছলে ও সুকৌশলে আমাকে সহজ করে নিয়েছিলেন।’

শুটিংয়ের ফাঁকে আড্ডা দেয়া হয় কি না_ এ প্রসঙ্গে শায়না বলেন, ‘আমরা শুটিংয়ের ফাঁকে খুব মজা করি। এক কথায় বলতে গেলে, শুটিংয়ের বিরতিতে আমরা নানা বিষয় নিয়ে গল্প-খুনসুটিতে মেতে উঠি। ব্যক্তিগত থেকে শুরু করে মিডিয়ার বিভিন্ন কথা তার সঙ্গে শেয়ার করি। মোশাররফ ভাই আমাকে মাঝেমধ্যে কবিতা আবৃত্তি করে শোনান। কবিতা খুব একটা ভালো বুঝি না বলে তিনি আমাকে ব্যাখা করেও বুঝিয়ে দেন।’

দীর্ঘ তিন বছর পর শুটিংয়ের অনুভূতি কেমন ছিল_ এমন প্রশ্নের জবাবে শায়না বলেন, ‘মোশাররফ ভাই আমাকে দেখেই বলে ওঠেন, তুই দেখতে অনেক সুন্দর হয়ে গেছিস। এ ছাড়াও আমার সঙ্গে নানা বিষয় নিয়ে খুনসুটি করেন। ওইদিনও আমাকে তিনি একটি কবিতা শুনিয়েছিলেন।’

শুটিংয়ের বাইরে শায়নার সঙ্গে সম্পর্ক কেমন- এমন প্রশ্নের জবাবে মোশাররফ করিম বলেন, ‘শায়না গুণী অভিনেত্রীর পাশাপাশি ভালো মনের মানুষও বটে। প্রায়ই আমাদের মধ্যে মুঠোফোনে হাই… হ্যালো হয়।’

সম্প্রতি মোশাররফ করিম মাসুদ সেজানের ‘চলিতেছে সার্কাস’ নাটকের শুটিং শুরু করেছেন। এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস। এ ছাড়া এনটিভিতে নিয়মিত প্রচার হচ্ছে তার অভিনীত ধারাবাহিক নাটক ‘পরিবার করি কল্পনা’। অন্যদিকে শায়না আমিন সম্প্রতি জুবায়ের ইবনে বকরের পরিচালনায় খ-নাটক ‘কে ভাসাবে সাদা মেঘের ভেলা’ ও দেবজ্যোতি ভক্তের ‘একটি জাদুর বাক্স ও কয়েকটি বিভ্রান্ত প্রজাপতি’র কাজ শেষ করেছেন। এ ছাড়া তার অভিনীত ‘কালারস’ শিরোনামের ধারাবাহিকটি নিয়মিত প্রচার হচ্ছে।

যায় যায় দিন

Leave a Reply