গজারিয়ায় ফুলদী নদীতে দুই বুলগ্রডের সঘর্ষে একজন নিহত

মুন্সীগঞ্জে গজারিয়ায় ফুলদী নদীতে বালু বাহী দুই বুলগ্রডের মধ্যে সঘর্ষে এক জন নিহত। রোববার সকাল ৭ ঘটিকার সময় ফুলদী নদীতে গজারিয়া দৌলতপেুর গ্রামের সামনে এব বি নাজিম কে বিপরিদ দিক থেকে আসা একবি মাতাব্বর ধাক্কা দিলে এই দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনা রিয়াদ হোসেন (৩৫) নামে এক শ্রমিক পানিতে পরে মারা যায়। স্থানিয় প্রশাসন ও ডুবরির সহায়তায় দুই ঘন্টা চেষ্ঠার পর নিহত রিয়াদের মরা দেহ পানি থেকে উদ্ধার করা্ হয়। নিহত রিয়াদের গ্রামের বারি বরগুনা।

গজারিয়া আলোড়ন

Leave a Reply