স্বপ্নচারিনী শায়না

saina1ক্যারিয়ার শুরু তার মডেলিংয়ের মধ্য দিয়ে। তবে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমেই পরিচিতি পান শায়না আমিন। পরিচালক রুবাইয়াতের ‘মেহেরজান’ ছবিতে অভিনয় করার মধ্য দিয়ে।

কিন্তু ছবিটি মুক্তির পরেই শায়নার যেন কপালে মন্দ এসে ভর করে। বাঙালি নারীর সঙ্গে পাকিস্তানি ছেলের প্রেম মেনে নিতে পারেননি দর্শক ও চলচ্চিত্রবোদ্ধারা। ফলে ছবিটি প্রেক্ষাগৃহ থেকে নামিয়ে দেয়া হয়। তার পরও শায়না পিছপা হননি। মাসুদ আখন্দের পরিচালনায় মুক্তিযুদ্ধভিত্তিক আরেকটি ছবিতে অভিনয় করেন তিনি। ছবির নাম ‘পিতা।’ আর ছবিতে মাসুদ আখন্দ ও কল্যাণের সঙ্গে অভিনয় করেন শায়না। তবে ছবিটি প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়।

অবশেষে তিনি এটিএন মাল্টিমিডিয়ার প্রযোজনায় নারগিস আক্তারের পরিচালনায় ‘পুত্র এখন পয়সাওয়ালা’ ছবিতে অভিনয় করেন। কিন্তু ছবিটির শুটিং শেষ হওয়ার পর এক বছর পেরিয়ে গেলেও মুক্তির আলো দেখতে পারছে না। ছবিটি প্রসঙ্গে শায়না জানালেন, এর শুটিং শেষ হয়েছে অনেক দিন। গত বছরের ২৭শে সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সে সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে কোন ছবিই প্রেক্ষাগৃহে মুক্তি দেয়াটা ছিল হুমকির সম্মুখীন।
saina1

saina4

saina3

saina2

saina5
সেই কারণে মুক্তির সময় কিছুটা পিছিয়ে যায়। পরে ৪ঠা এপ্রিল মুক্তির তারিখ নির্ধারিত হয়। কিন্তু জানতে পেরেছি পরিচালক নারগিস আক্তার অসুস্থ হয়ে পড়ায় ছবিটি মুক্তির তারিখ পেছানো হয়েছে। কারণ, ছবিটি ৩৫ মিমি থেকে ডিজিটালে কনভার্ট করার জন্য তার ভারত যাওয়ার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে সে সময়ে যাওয়া হয়নি। অবশ্য এর দিন কয়েক পর জানা গেছে, আসছে ৯ই মে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এ ছবিতে শায়নার নায়ক হিসেবে রয়েছেন ইমন।

ছবিতে আরও একটি জুটি অভিনয়ে আছেন। এরা হলেন অনি ও ফারাহ রুমা। এছাড়া ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ববিতা। চলচ্চিত্রটি সম্পর্কে শায়না বললেন, ছবিটি সত্যিই অনেক সুন্দর গল্প উপরে নির্মিত। আমি আশাবাদী দর্শক প্রত্যাশা পূরণ করবে ছবিটি।

আজকের ২৪

Leave a Reply