বাঙালী নাকি মাছে ভাতে
বলুক লোকে দোষ কি তাতে,
অচিরেই তার পড়বে প্রভাব
থাকবে না আমিষের অভাব।
টিনের চালে বসে কাক
আমি দেখে হতবাক,
এ কথাটি সবার জানা
তবে সেটা বলতে মানা।
টিনের চালে মৎস খামার
জানার তো নেই অধিকার,
কামার কুমার তাতী জেলে
সবাইকে ঠিক পেছন ফেলে।
আজব দেশে আজব ছবি
মন্ত্রীরা সবাই মৎসজীবি,
জেলের খাতায় নামটা লিখায়
আয়ের তারা পথটা দেখায়।
বাস্তবে নেই হলফ নামায়
সাহস করে কে তাদের থামায়?
দুদক নামের দূর্নীতি কমিশন
বসে থাকার করেছে পন।
ছুটতে গিয়ে তাদের পিছু
শেষে হয় যদি কিছু,
বন্ধ হবে আয়ের পথ
রুখবে না তাই তাদের রথ।।
টোকিও
Leave a Reply