মাওয়ায় পারাপারের অপেক্ষায় ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক

পদ্মা অববাহিকায় ফের আকষ্মিক ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়ে মাওয়া নৌরুটের ফেরি চলাচল। এতে করে নৌরুটে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৪ঘন্টাব্যাপী ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ে। এ সময় মাঝপদ্মায় ও কাঁঠালবাড়ি চ্যানেলের কাছে প্রায় শতাধিক পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী যানবাহন নিয়ে নোঙরে থাকে মোট ৫টি ফেরি। এ সময় উভয় ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে সকাল ৬টায় পুনরায় নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। শুক্রবার এ রিপোর্ট লেখার সময় বিকেল সাড়ে ৫টায় উভয় ঘাটে প্রায় ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় ছিল।

বিআইডব্লি¬উটিসির ম্যানেজার বাণিজ্য শেখর চন্দ্র রায় ও মেরিন অফিসার আহমেদ আলী জানান, মাওয়া নৌরুটের পদ্মা অববাহিকায় হঠাৎ ঘন কুয়াশায় ফেরি চলাচল প্রায় ৪ ঘন্টার জন্য ছিল। রাত ২টা থেকে পুরো নৌরুট জুড়ে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় ফেরির চালকেরা নৌরুটের ১ ফুট অদূরেও দিক -মার্কা ও সিগন্যাল বীকন বাতি নির্নয় করতে পারছিল না। ফলে এ সময় নিরাপত্তাজনিত কারণে পদ্মার বিভিন্ন পয়েন্টে নোঙরে থাকে মোট ৫টি ফেরি।

মুন্সীগঞ্জ বার্তা

Leave a Reply