মুন্সীগঞ্জের সদর উপজেলার মুক্তারপুর মডেল স্কুল সংলগ্ন এলাকা থেকে বিদেশী পিস্তলসহ জুলহাস দেওয়ান (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে অস্ত্র নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি করার চেষ্ঠা করলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
মুন্সীগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই)মনিরউদ্দিন জানান, শনিবার সকালে এলাকায় পিস্তল নিয়ে মহড়া দেয়ার কালে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ সময় তার কাছ থেকে ৬.৭৫ পিস্তল ও ৫ রাউন্ড গুলি এবং একটি চাপাতি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত জুলহাস দেওয়ানের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় কয়েকটি মামলা রয়েছে। সে চর-মুক্তারপুর এলাকার কামাল দেওয়ানের ছেলে বলে জানান তিনি।
যমুনা নিউজ
================
মুক্তারপুরে অস্ত্রসহ যুবক গ্রেফতার
মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর মডেল স্কুল সংলগ্ন এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ জুলহাস দেওয়ান (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এলাকাবাসীর সহযোগিতায় তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত জুলহাস চরমুক্তারপুর এলাকার কামাল দেওয়ানের ছেলে।
পুলিশ সূত্র জানায়, সকালে মুক্তারপুর এলাকায় জুলহাস দেওয়ান পিস্তল নিয়ে মহড়া দিয়ে উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালায়। এ সময় এলাকাবাসী তাকে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও চাপাতিসহ আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
মুন্সীগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মনিরউদ্দিন বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃত জুলহাস দেওয়ানের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় একাধিক মামলা রয়েছে।
বাংলানিউজটোয়েন্টিফোর
=============
মুন্সীগঞ্জে অস্ত্রসহ যুবক গ্রেফতার
মুন্সীগঞ্জের সদর উপজেলার মুক্তারপুর মডেল স্কুল সংলগ্ন এলাকা থেকে বিদেশী পিস্তলসহ জুলহাস দেওয়ান নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে তাকে অস্ত্র নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি করার চেষ্টাকালে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
মুন্সীগঞ্জ সদর থানার এস আই মো মনির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান তার কাছ থেকে ৬.৭৫ পিস্তল ও ৫ রাউন্ড গুলি এবং একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত জুলহাস দেওয়ানের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় কয়েকটি মামলা রয়েছে। সে চর-মুরপুর এলাকার কামাল দেওয়ানের পুত্র।
স্বদেশ
Leave a Reply