ভুভুজেলা বাশিঁ বাজিয়ে শিশুরা মাতিয়ে তোলে মুন্সীগঞ্জ শহর

pressclubBaishakবাংলা বর্ষ-বরন
কাজী দীপু: বাঙালি জাতির শেকড়ের সংস্কৃতি ও প্রাণের উৎসব পহেলা বৈশাখের মঙ্গল শোভা যাত্রায় শিশুরা ভুভুজেলা বাশিঁ বাঁজাতে বাজাতে মাতিয়ে তোলে গোটা শহর। সোমবার সকালে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মঙ্গল শোভা যাত্রায় শতাধিক ভুভুজেলা বাজাতে থাকে শিশুরা। ভুভুজেলায় যেন বুদ হয়ে উঠে শিশুরা। এছাড়া শিশুদের মিলন মেলায় পরিনত হয় শহরের জুবলী রোডে মুন্সীগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গন। পরে মঙ্গল শোভাযাত্রী শেষে মুন্সীগঞ্জ প্রেসক্লাবে ইলিশ-পান্তা ভোজের আয়োজন করা হয়। খাবারের তালিকায় বাঙ্গালীর রকমারী ফল-ফলাদি ছিল। এতে সাংবাদিক ছাড়াও রাজনৈতিক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন পেশার মানুষ ইলিশ-পান্তা ভোজে অংশ নিয়েছেন।

অন্যদিকে এ সময় শিশুদের মাঝে গ্রামীন জনপদের বিভিন্ন খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মিডিয়া কর্মীদের পরিবারের ছোট শিশুরা এ প্রতিযোগিতায় অংশ নেয়। এছাড়া শিশুদের সঙ্গে বৈশাখের আনন্দ উল্লাসে মেতে ওঠে সাংবাদিকদের পরিবারের সদস্যরা (স্ত্রী)। তারাও চেয়ার সেটিং খেলায় অংশ নিয়েছেন। এ সময় মুন্সীগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে প্রাণের উৎসব পহেলা বৈশাখের অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানিয়েছেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আ’লীগ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আ’লীগের উপদফতর সম্পাদক এড্যাভোকেট মৃনাল কান্তি দাস।

এছাড়া প্রেসক্লাব সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সাধারণ সম্পাদক কাজী দীপু, প্রেসক্লাবের সাবেক আহবায়ক মঞ্জুর মোর্শেদ, সাবেক সভাপতি আরিফ উল ইসলাম, সাংবাদিক মু. আবুসাঈদ সোহান, মো. মাহাবুবুর রহমান, সুজন হায়দার জনি, মঈনউদ্দিন সুমন, ভবতোষ চৌধুরী নুপুর, শেখ মো. রতনসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এদিকে সন্ধা ৭টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে আলোচনা সভা ও রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট মুন্সীগঞ্জ’র সভাপতি ও মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু।

প্রেসক্লাব সভাপতি শহীদ-ই-হাসান তুহিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের আজীবন সদস্য এড্যাভোকেট আশরাফ উল ইসলাম, প্রেসক্লাবের সাবেক আহবায়ক মঞ্জুর মোর্শেদ। এছাড়া,বৈশাখী অনুষ্ঠানে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুনির্মল চক্রবর্তী, প্রেসক্লাবের সদস্য মো. শহীদুল্লাহ, সাবেক সহ সভাপতি এড্যাভোকেট মো. হোসেন আলী রানা, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল, মামুনুর রশীদ, মো. সাইফুল্লা ভুইয়া প্রমুখ সাংবাদিকরা।
pressclubBaishak
অপরদিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাব ছাড়াও ১৪২০ বঙ্গাব্দ বরণকে কেন্দ্র করে নানা অনুষ্ঠান মালার আয়োজন করেছে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন, জেলা পুলিশ বিভাগসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত মঙ্গল শোভা যাত্রা জেলা কালেক্টর ভবন থেকে বের হয়ে শহরের থানারপুল, জুবলী রোড প্রদক্ষিন করে পুরাতন কাচারীর জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। এতে জেলা পরিষদ প্রশাসক ও জেলা আ’লীগ সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আ’লীগের উপদফতর সম্পাদক এড্যাভোকেট মৃনাল কান্তি দাস, জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল, সদর উপজেলা চেয়ারম্যান মো. আনিছুজ্জামান আনিছসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শিল্পকলা একাডেমী সংলগ্ন জেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠানে আনন্দ উল্লাসে মেতে ওঠে প্রশাসনের কর্মকর্তাসহ সর্বস্তরের জনগন। এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে শহরের পুরাতন কাচারী বালুর মাঠে বৈশাখী মেলা শুরু হয়েছে।

১৪.০৪.১৪

Leave a Reply