নতুন প্রজন্মকে মেলার আনন্দের পাশাপাশি আমাদের সংস্কৃতিকেও জানানোর আহবান জানান মুন্সিগঞ্জ-৩ আসনের মাননীয় সাংসদ এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। আনন্দঘন পরিবেশে তিনি গতকাল মঙ্গলবার মেলার দ্বিতীয় দিনে উপস্থিত হয়ে এ আহবান জানান। এক যুগের বেশী সময়কাল ধরে মিরকাদিম পৌরসভাস্থ বিউটি রাইস মিলে রামগোপালপুর যুব সংসদের উদ্যোগে বৈশাখী উৎসবের আয়োজন করা হয়। প্রথম দিন মেলা উদ্বোধন করেন শহীদুল ইসলাম শাহীন, মেয়র – মিরকাদিম পৌরসভা। এবারের মেলা চলবে ৫ই বৈশাখ শুক্রবার পর্যন্ত।
মাননীয় সাংসদের সাথে ছিলেন, মিরকাদিম পৌরসভার কমিশনার জলিল মাদবর, কমিশনার সালাউদ্দিন দেওয়ান, মাইনুল করিম নান্টু, নবোদয় সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক ম. মনিরুজ্জামান শরীফ, আওয়ামীলীগ নেতা শফিউদ্দিন, সাদেক হোসেন মুকুল মৃধা, শরিয়তুল্লা খান, আলমগীর দেওয়ান, মাসুম বিল্লাল, কানন, বদু, কবির মিঝি, আরিফ সহ অনেকে।
রামগোপালপুর যুব সংসদের সভাপতি হাজী আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক তৈয়ব আহমেদ শেখ মাননীয় সাংসদকে সম্মাননা ক্রেষ্ট দিয়ে সম্মানিত করেন। পরিশেষে সবাইকে মৌসুমী ফল দিয়ে আপ্যায়ন করা হয়।
মিরকাদিম.কম
Leave a Reply