মুন্সীগঞ্জে মানসম্মত শিক্ষা নিশ্চতকরণে

মানসম্মত শিক্ষা নিশ্চিত করণ বিষয়ক এক মতবিনিময় সভা মঙ্গলবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের যুগ্ম সচিব শ্যামা প্রসাদ ব্যাপারী, জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল, সরকারী হরগঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহেদুল কবীর, সদর উপজেলা চেয়ারম্যান আনিছ উজ্জামান, জেলা শিক্ষা অফিসার মো. শরিফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকতা শারাবান তাহুরা। সভায় শিক্ষার গুনগত মান উন্নয়নের মাধ্যম্যে শিক্ষা ব্যবস্হার উন্নয়নে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। সভায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে প্রধান শিক্ষককে লেখা আব্রাহাম লিঙ্কনের পত্রটি সংরক্ষণের জন্য বাংলা ভার্সনে আকর্ষণীয় ডিজিটাল প্রিন্ট দেয়া হয়।

পরে বেলা আড়াইটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সে আইসিটিটি প্রতিমন্ত্রী জোনায়েত আহম্মেদ পলক এমপি মুন্সীগঞ্জের জেলা প্রশাসকের সাথে কথা বলেন। এই সময় জেলার প্রযুক্তি সংক্রান্ত নানা বিষয় তুলে ধরা হয়। একই সাথে মুন্সীগঞ্জকে দেশের দ্বিতীয় ডিজিটাল জেলা করার ব্যাপারে মন্ত্রণালয় থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। দেশের প্রথম ডিজিটাল জেলা যশোহর। দু’টি অনুষ্ঠানেই সদর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্হিত ছিলেন।

স্বদেশ

Leave a Reply