মুন্সীগঞ্জে স্বেচ্ছাশ্রমে গ্রামবাসীর রাস্তা নির্মাণ

ckমুন্সীগঞ্জের চরকেওয়ার ইউনিয়নের পূর্বফুলতলা গ্রামবাসী নিজেদের জন্য স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ শুরু করেছে। শুধু তাই নয় নির্মাণের খরচও স্থানীয়ভাবে চাঁদা তুলে নির্বাহ করা হচ্ছে। চলাচলের সুবিধার জন্য পূর্বফুলতলা থেকে চরমশুরা গ্রাম পর্যন্ত এ রাস্তা তৈরি করা হচ্ছে।

ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান জীবন শনিবার এর উদ্বোধন করলেও পুরোদমে নির্মাণ কাজ শুরু হয় মঙ্গলবার সকাল থেকে। এটির কাজ শেষ হতে সময় লাগবে অন্তত দুই মাস, ব্যয় ধরা হয়েছে ৪০ লাখ টাকা।
ck
আখতারুজ্জামান জীবন বলেন, ‘স্থানীয়রা নিজ উদ্যোগে এ রাস্তা নির্মাণ করছে তা প্রশংসার দাবিদার। গ্রামবাসী প্রমাণ করেছে, সম্মিলিতভাবে যেকোনো কাজই সম্ভব। নির্মাণ কাজের অন্যতম উদ্যোক্তা আবদুল গণির নামে এটির নামকরণ করা হবে।’

দ্য রিপোর্ট

Leave a Reply