চরমুক্তারপুর এলাকায় ২ পক্ষের সংঘর্ষে আহত ১৫

sssssমুন্সীগঞ্জ সদর উপজেলার চরমুক্তারপুর এলাকায় দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ১২টি অটোরিকশা ও ৩টি ঘরবাড়ি ভাঙচুর করা হয়।

আহতদের মধ্যে- ফজল মোল্লা (৫০) ও নুর হোসেনকে (৭০) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আবুল মোল্লা (৩০), আকবর মোল্লাসহ (২৮) ছয় জনকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান উদ্দিন বাংলানিউজকে জানান, কথা কাটাকাটির জের ধরে ফজল হোসেন মোল্লা ও আব্দুর রহিমের লোকজনের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

খবর পেয়ে মুক্তারপুর নৌ-ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply