টঙ্গিবাড়িতে দিন-দুপুরে ডাকাতি, পুলিশ বলছে ভিন্ন কথা

dakatiমুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে দিন-দুপুরে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ উঠেছে। ডাকাতরা বাড়ির নারী ও শিশু সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়ে গেছে। শুক্রবার দুপুর ২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত সময়ে উপজেলার কাঠাদিয়া গ্রামে জেলা যুবদলের যুগ্ন-সম্পাদক হাবিবুর রহমান হাবিবের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। যুবদল নেতা হাবিবুর রহমান ওই গ্রামের হাফেজ মনির হোসেনের ছেলে। তবে, পুলিশ বলছে সেখানে কোন ধরনের ডাকাতি বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পাওনা টাকা চাইতে যাওয়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে দেনাদার হাবিুবর রহমান হাবিব ও তার পরিবার এসব রটাচ্ছে।

যুবদল নেতার বৃদ্ধা মা হনুফা বেগম ও স্ত্রী তাহমিনা হাবিব জানান, শুক্রবার দুপুর ২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত মুখোশ পরিহিত ৬ জনের অস্ত্রধারী ডাকাতদল ঘরে প্রবেশ করে। তারা ঘরে ঢুকেই বাড়ির নারী ও শিশু সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়। পরে ডাকাতরা লুন্ঠিত মালামাল নিয়ে ২ টি মোটর সাইকেলযোগে পালিয়ে যায়। ডাকাতিকালে যুবদল নেতা ও তার বাবা বাড়িতে ছিলেন না।

এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানার ওসি (তদন্ত) মো. খলিলুর রহমান জানান, সেখানে কোন ডাকাতি বা চুরির ঘটনা ঘটেনি। একই এলাকার কামাল হোসেন যুবদল নেতা হাবিবের কাছে সাড়ে ৭লাখ টাকা পাবে। ওই টাকা না দিয়ে হাবিব কামালকে সময় নিয়ে দিনের পর দিন ঘুরাচ্ছে। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার দুপুরে কামাল তার ৫-৬ জন বন্ধুকে নিয়ে হাবিবের বাড়িতে গিয়ে পাওনা টাকা দ্রুত পরিশোধ করে দেয়ার জন্য হাবিবের স্ত্রীকে তাগাদা দিয়ে আসে। এ ঘটনা অন্যদিকে নেয়ার জন্য হাবিব রংপুর থেকে মোবাইলে বিভিন্ন লোকের কাছে ফোন করে জানাচ্ছে তার বাড়িতে ডাকাতি হয়েছে। এছাড়া দিনের বেলায় কখনো ডাকাতি হয় বলে আমার জানা নেই।

মুন্সীগঞ্জ বার্তা

Leave a Reply