মুন্সীগঞ্জের মিরাপাড়ার রামনগরে গৃহবধূ রাশিদা আক্তার পারিবারিক বিরোধে মৃত্যুবরণ করেছেন। ঘটনার ২দিন পরও থানা পুলিশ মামলা নেয়নি। এ ঘটনায় শনিবার বিকেলে নিহতের ভাই নাদিম হোসেন তালুকদার থানায় একটি লিখত অভিযোগ দিয়েছেন। তবে, পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলেই থানা প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলে সদর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানিয়েছেন।
এদিকে, ২ সন্তানের জননী গৃহবধূ রাশিদা আক্তারের হত্যার বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে মিছিল বের করে এক ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। এ সময় বিক্ষুব্ধ জনতা কয়েকটি গাড়ি ভাঙচুর করে। রোববার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত সিপাহীপাড়া চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে জেলা সদর ও ঢাকার সঙ্গে ৪টি উপজেলার যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়।
পরে হাতিমাড়া পুলিশ ফাড়ির ইনর্চাজ এস আই মনিরুজ্জামান ২৪ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। গত শনিবার সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলা মিরাপাড়াস্থ রামনগর এলাকায় স্বামীর বাড়িতে স্বামীর বাড়ির লোকজন গৃহবধূ রাশিদা আক্তারকে হত্যা করে বলে অভিযোগ করা হয়।
এদিকে, পোস্টমর্টেম রিপোর্ট, পত্রিকায় সংবাদ প্রকাশ না করা এবং থানা পুলিশকে নানাভাবে ম্যানেজ করার চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন নিহতের শ্বশুর বাড়ির লোকজন। রোববার বেলা ১১ টার দিকে মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা. শরীফুল আলম সদর হাসপাতালের আরএমও ডা. কামরুল করীমকে সঙ্গে নিয়ে নিহত রাশিদা আক্তারের পোস্টমর্টেম করেছেন। এরআগে রাতভর হাসপাতাল মর্গে ছিলেন নিহতের স্বজন ও এলাকাবাসী। রোববার বিকেল ৩টায় সিপাহীপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে নিহতের জানাযা শেষে ওই মসজিদের কবরস্থানে রাশিদা আক্তারকে দাফন করা হয়েছে।
শশ্বর বাড়ির লোকদের হাতে গৃহবধূ রাশিদা আক্তার হত্যার বিচারের দাবিতে সিপাহীপাড়ায় সড়ক অবরোধ। ইনসেটে নিহত রাশিদা আক্তার
জানা গেছে, গত ১৩ বছর আগে সদর উপজেলার সিপাহীপাড়া এলাকার প্রয়াত দরিদ্র আবুল কাশেম তালুকদারের একমাত্র মেয়ে রাশিদা আক্তারের সঙ্গে মিরাপাড়ার রামনগর এলাকার ধনাঢ্য প্রয়াত রাজ্জাক বেপারীর বোবা ছেলে শহীদ বেপারীর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরেই পারিবারিক অশান্তি দেখা দেয়। দরিদ্র বলে রাশিদাকে বাড়িতে চাকরের মতো কাজ করায়। শ্বশুর রাজ্জাক বেপারী মারা যাওয়ার আগে ছেলেদের মধ্যে সমহারে ১০ লাখ টাকা করে বাটোয়ারা করে দেন। এ টাকা নিহতের স্বামীর ভাই সিরাজ লগ্নি খাটায়। কিন্ত এর লভ্যাংশ নিহতের স্বামীকে দিত না।
অন্যদিকে প্রতিমাসে নারায়নগঞ্জ ও মিরাপাড়ায় বাসা বাড়ি থেকে ১০-১২ লাখ টাকা ভাড়া উঠে। সে টাকা নিহতের ভাই ফিরোজ আহম্মেদ খোকন উত্তোলন করে নিহতের স্বামীর হাতে মাস শেষে দিত মাত্র ৫ হাজার টাকা। এছাড়া বোবা স্বামী শহীদ বেপারীর ভাই লিটন, সুমন ও তার স্ত্রী জেরিন নিহত রাশিদাকে বাড়িতে চাকরের মতো খাটাতো। তাকে তারা প্রায়ই শারীরিক নির্যাতন করতো।
নিহতের ভাই নাদিম হোসেন তালুকদার জানান, পারিবারিক অশান্তি ও নির্যাতনের কারণে কয়েক দফায় বোনকে আমাদের বাড়িতে নিয়ে আসা হয়। শনিবার আমার বোনকে হত্যা করে বোনের মামী শ্বাশুড়ি হেনা বেগম আমাদের মোবাইল ফোন করে জানায় আমার বোন ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে শহরের আমেনা মোল্লা আধুনিক ক্লিনিকে এসে দেখি আমার বোন আর বেঁচে নেই। শ্বশুর বাড়ির ওই স্বজনরা তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্ঠা চালাচ্ছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা করতে চাইলে থানা পুলিশ জানায় পোস্টমর্টেম প্রতিবেদন হাতে পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে হাতিমাড়া পুলিশ ফাড়ির ইনর্চাজ এস আই মনিরুজ্জামান জানান, গৃহবধূ রাশিদা আক্তার আত্মহত্যা করে থাকলেও আত্মহত্যার প্ররোচনাকারীদের বিরুদ্ধে মামলা করা যেতে পারে।
মুন্সীগঞ্জ বার্তা
মানুষিক এবং শারীরিক নির্যাতন করে রসিদা কে হত্যার দিকে নিয়ে যাওয়া হয়েসে। হয়ত সুবিচার অর্থর কাছে পরাজিত হবে
কারণ রসিদার সশুর বাড়ির লোকেরা ধনী ও ক্ষমতাশালী