পদ্মা নদী থেকে ৮০০ কেজি জাটকা ও কারেন্টজালসহ ছয় জেলে আটক

zatka20মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৮০০ কেজি জাটকা ও ছয় হাজার মিটার কারেন্টজালসহ ছয় জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলেন, সুনীল মালো (৪৫), বারেক হাওলাদার (৪০), কাশেম শেখ (৪২), সুকুমার (২৫), জামাল হাওলাদার (৩২), গণি শেখ (৩০)। এ সময় অপর তিন জেলে পালিয়ে যান। এদের মধ্যে সুনীল মালোকে জাটকা আটকে বাধা প্রদান ও তিন জেলেকে পালিয়ে যেতে সাহায্য করায় এক বছরের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। অপর পাঁচ জেলের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা আদায়ের পর ছেড়ে দেওয়া হয়।
zatka20
এসব তথ্য দিয়ে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো খালেকুজ্জামান জানান, সন্ধ্যায় পদ্মা নদীতে আকস্মিক অভিযান চালিয়ে জাটকা ধরার সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয় জেলেদের। এ সময় উপজেলা সহকারী মৎস্য অফিসার ইদ্রিস হোসেন উপস্থিত ছিলেন। পরে এই জাটকাগুলো স্থানীয় মাদ্রাসা ও এতিম খানায় বিতরণ করা হয় এবং কারেন্টজালগুলো পুড়িয়ে ফেলা হয়।

কালের কন্ঠ

Leave a Reply