মাওয়ায় বোমায় দগ্ধ আলমগীরকে প্রধানমন্ত্রীর অনুদান

মাওয়ায় যাত্রীবাহী বাস ও লঞ্চে আগুন দেয়ার ঘটনায় অগ্নিদগ্ধে আহত বাস হেলপাড় আলমগীর হোসেনকে (২৭) প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এক লাখ টাকা অনুদান দেয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয় থেকে আহতের হাতে এ অনুদানের চেক তুলে দেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।

আহত আলমগীর শ্রীনগর উপজেলার পাটাভোগ গ্রামের ইউনুছ শেখের ছেলে।

জাতীয় সংসদ নির্বাচনের পর অবরোধকারীরা গত ৭ ডিসেম্বর ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তা এলাকায় এ রুটের গাংচিল পরিবহনের একটি ও গ্রেটবিক্রমপুর ভিআইপি নামীয় আরো ২টি বাসসহ ৩টি বাসে ও ১টি লঞ্চে রাতের আধারে আগুন ধরিয়ে দেয়।

এ সময় পেট্রোল বোমার আগুনে গ্রেটবিক্রমপুর ভিআইপি বাসের ভেতরে ঘুমন্ত হেলপাড় আলমগীর হোসেন (২৭) গুরুতর আহত হয়। তাত্ক্ষণিকভাবে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে দীর্ঘদিন সে চিকিত্সাধীন অবস্থায় ছিল। বর্তমানে সে অনেকটাই সুস্থ্য।

ইত্তেফাক

Leave a Reply