গজারিয়ায় হচ্ছে গার্মেন্টপল্লী

gaz garmentsমুন্সিগঞ্জের গজারিয়ায় প্রায় ৫০০ একরের বেশি জমির উপর গার্মেন্টপল্লী গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মহাপরিচালককে প্রধান করে এ সংক্রান্ত কমিটি এরই মধ্যে কাজও শুরু করে দিয়েছে। বুধবার দুপুর গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল আলম শাকিল এ-তথ্য জানান।

রানা প্লাজা ধসের এক বছর পূর্তিতে নিয়ে এ-সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মাহবুবুল আলম শাকিল বলেন, রানা প্লাজা ধসের মতো কোনো ঘটনা যাতে না ঘটে সেজন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা হাতে নিয়েছে। শ্রমিককল্যাণ ও তাদের কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শাকিল বলেন, তৈরি পোশাক শিল্পের উন্নয়নে মুন্সিগঞ্জের গজারিয়ায় প্রায় ৫০০ একরের বেশি জায়গায় গার্মেন্টপল্লী গড়ে তোলা হবে। সেখানে ভবন নিরাপত্তা ও অগ্নি নিরাপত্তাসহ সার্বিক বিষয়গুলোকে অধিক গুরত্ব সহকারে দেখা হবে।

বাংলানিউজটোয়েন্টিফোর
=============

ঢাকার অদূরে গার্মেন্টস পল্লী গড়ে তোলা হচ্ছে

সাভারে রানা প্লাজা দুর্ঘটনার বর্ষপূর্তির একদিন আগে সরকারের উচ্চমহল থেকে ঘোষণা এসেছে ঢাকার কাছে মুন্সীগঞ্জ এলাকার গজারিয়ায় গার্মেন্টস শিল্পনগরী গড়ে তোলা হচ্ছে। ৫৩০ একর জমির ওপর একটি গার্মেন্টসপল্লী তৈরির জন্য জমি অধিগ্রহণের কাজ চলছে। এটি বাস্তবায়িত হলে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তৈরি পোশাক শিল্প কারখানাকে পরিকল্পিত স্থানে স্থানান্তর সম্ভব হবে বলে জানানো হয়েছে। সরকার বলছে, এটি বাস্তবায়নের জন্য প্রায় ৮শ’ কোটি টাকা প্রয়োজন। চীনের সহযোগিতায় এই পল্লী গড়ে তোলার কাজটি তাদের বিবেচনায় রয়েছে। বুধবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিতে এ বিষয়ে তাগিদ দেয়া হয়েছে। বুধবার শিল্প মন্ত্রণালয়ে আইবিএফবি ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাংবাদিকদের জানান, পরিকল্পিত গার্মেন্টস শিল্প খাত গড়ে তুলতে মুন্সীগঞ্জের গজারিয়ায় ৫৩০ একর জমির ওপর গার্মেন্টস শিল্পনগরী গড়ে তোলা হচ্ছে।

৪৫শ’ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পে ডাইং, ওয়াশিং ও ফিনিশিং শিল্পের জন্য ৯শ’ ৭৬টি শিল্প প্লট থাকবে। প্রকল্পের আওতায় সিইটিপি, ডাম্পিং ইয়ার্ডসহ আধুনিক ও পরিবেশবান্ধব শিল্পপার্কের অন্যান্য সুবিধা থাকবে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মাহবুবুল হক শাকিল জানান, যেসব ভবনে একাধিক পোশাক কারখানা রয়েছে, যেগুলোর নিরাপত্তা এ কারণে অনেক সময় ঝুঁকির মুখে, সেগুলো চিহ্নিত করে এই পল্লীতে স্থানান্তর করাই তাদের মূল লক্ষ্য। নানা সাইজের প্লটে প্রায় হাজারখানেক কারখানার এই পল্লীতে স্থান সঙ্কুলান হবে বলে তাঁরা আশা করছেন।

জানা গেছে, ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী গার্মেন্টস শিল্পপার্ক স্থাপনের প্রতিশ্রুতি দেন। ২০০৩ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রকল্পটি অনুমোদিত হয়। এরপর পার্কটি কোথায় করা হবে তা নিয়ে মতভেদ দেখা দেয় সরকার ও উদ্যোক্তাদের মধ্যে। প্রথমে রূপগঞ্জ, এরপর টঙ্গী, সবশেষে বন্ধ হওয়া আদমজী জুট মিল এলাকায় এ প্রকল্প করার প্রস্তাব আসে। ২০০৬ সালে বিনিয়োগ বোর্ডের উদ্যোগে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় জমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসক বরাবর চিঠি পাঠানো হয়। ২০০৭ সালে এ বিষয়ে বিসিক ও বিজিএমইএর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

প্রকল্পটির প্রস্তাবনায় বলা হয়েছে, রাজধানী থেকে ৩৭ কিলোমিটার দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার বাউশিয়ায় তিন শ’ একর জায়গায় এ শিল্পাঞ্চল গড়ে উঠবে। প্রস্তাবনায় ৯৭৬ প্লট ও অবকাঠামো নির্মাণের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয় ৭৪৫ কোটি ৫০ লাখ টাকা। এখানে ৯৭৬ কারখানা স্থাপন করা যাবে। নির্মাণের মেয়াদকাল ধরা হয় চলতি বছর জুলাই থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত। জানা গেছে, প্রস্তাবিত গার্মেন্টস শিল্পপার্কে ৩০০ একর জমিতে ৯৭৬ প্লট হবে। এসব প্লটে ডাইং, ওয়াশিং ও ফিনিশিং কারখানা থাকবে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ৭৪৫ কোটি ৫০ লাখ টাকা।

এর মধ্যে জমি অধিগ্রহণ বাবদ ব্যয় ৩৫৩ কোটি ৮ লাখ এবং ভূমি উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে ব্যয় হবে ৩৯২ কোটি ৪২ লাখ টাকা। এ প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম জনকণ্ঠকে বলেন, জমি অধিগ্রহণ এবং পরিকল্পিত শিল্পপার্ক করা অনেক বড় কাজ। তবে আমরা খুব দ্রুত কাজ শুরু করে দিতে পারব বলে আশাবাদী। পোশাক কারখানাগুলো স্থানান্তরের জন্য যে ৮শ’ কোটি টাকা প্রয়োজন হবে তার জন্য সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

জনকন্ঠ

Leave a Reply