সিরাজদিখানে ইয়াবাসহ আটক ১ : প্রাইভেট কার জব্দ

yabaইমতিয়াজ বাবুল: সিরাজদিখানে ইয়াবাসহ ১ জনকে আটক ও একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। সিরাজদিখান থানার এসআই মোন্নাফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো-গ-২৫-৩১৯৫ নম্বরের মাওয়াগামী প্রাইভেট কারটি ঢাকা থেকে সিরাজদিখানের ঢাকা-মাওয়া সড়কের নিমতলা নামক স্থানে এসে পৌছলে পুলিশ তল্লাশি করে ১০ পিছ ইয়াবাসহ রাজিব হাওলাদার (২০) নামে এক যুবককে আটক করে। সে বরিশাল জেলার উজিরপুর থানার নারায়ন হাওলাদারের ছেলে। রাজিব ঢাকা থেকে প্রাইভেট কার যোগে বরিশাল যাচ্ছিল।

এসআই মুন্নাফ আরো জানান, প্রাইভেট কারটি দুই হাজার পিসের ইয়াবার একটি চালান নিয়ে বরিশাল যাচ্চিল বলে পুলিশের কাছে তথ্য ছিল। প্রাইভেট কারটি সিরাজদিখান থানায় নিয়ে ব্যাপক তল্লাশির প্রস্তুতি নিচ্ছে সিরাজদিখান থানা পুলিশ।

Leave a Reply