টঙ্গীবাড়ীতে ঝাটকা ইলিশ বিক্রির মহাউৎসব

Fish-2

ব.ম শামীম: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল ও দিঘিরপাড় মাছ ঘাটে ঝাটকা ইলিশ বিক্রির মহাউৎসব চলছে। এছাড়াও প্রতিদিন ভোর রাতে এ সমস্ত ঘাট দিয়ে ট্রাক ভর্তি ঝাটকা ইলিশ ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে বিক্রি হচ্ছে বলে একাধিক সুত্রে নিশ্চিত হওয়া গেছে।

সরোজমিনে শুক্রবার সকালে হাসাইল মাছ ঘাটে গিয়ে দেখা যায় প্রতিটি মাছের আড়ৎতে ঝাটকা ইলিশ বিক্রির ধুম পড়েছে। ঢাকা –নারায়নগঞ্জসহ বিভিন্ন এলাকার পাইকাররা ঝাটকা ইলিশ কিনে নিয়ে যাচ্ছে। দ্বীন ইসলাম বালা, জয়নাল খালাসী, ফারুক ও কাশেম হাওলাদারের আড়ৎতে অধিকহারে ঝাটকা বিক্রি হচেছ। ম্যৎস আড়ৎ সমিতির সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম জানান, আমরা জেলেদের দাদন দিয়েছি। তাদের মাছ বিক্রি না করলে তারা ঢাকার পাইকার এবং দিঘিরপাড় বাজারে গিয়ে অন্য পাইকারদের কাছে মাছ বিক্রি করছে। ফলে দাদনের টাকা উঠানোর জন্য বাধ্য হয়ে জেলেদের ঝাটকা ইলিশ বিক্রি করছি।

স্থাণীয় বাসিন্দা মো. সোহেল জানান, আমি এবং পাচঁগাও ইউপি চেয়ারম্যান আলি আহমেদ গত ১০-১২ দিন আগে ২ দিন বেশ কিছু ঝাটকা ইলিশ ফেলে দিয়েছি এবং এ সমস্ত মাছ বিক্রি করতে নিষেধ করেছি। তারপরও জেলে এবং আড়ৎদাররা অহরহ ঝাটকা বিক্রি করছে। জানাগেছে, এ উপজেলার পদ্মাপারের ৩ শত ৯১ জন জেলেকে ঝাটকা ইলিশ না ধরার শর্তে প্রতিমাসে ৪০ কেজি করে চাল বিতরণ করছে সরকার। তারপরও ঝাটকা নিধন বন্ধ না হওয়ায় এলাকার মানুষের মনে তিব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। পাচঁগাও, হাসাইল, সিদ্ধেশ্বরী, টঙ্গীবাড়ী, কামাড়খাড়া, দিঘিরপাড় বাজারসহ গ্রামে গ্রামে ঘুরে ঝাটকা ইলিশ বিক্রি করছে জেলেরা।
Fish4

Fish-2

Fish-3

Fish-6

Fish-7
ফলে সচেতন মানুষের কাছে ঝাটকা ইলিশ বিষয়টি টক অব দ্যা ডেতে পরিনত হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে হাসাইল বাজারের কতিপয় ম্যৎস ব্যাবসায়ী জানান, উপজেলা ম্যৎস কর্মকর্তাকে মাসহারী দিয়েই জেলে এবং আড়ৎদাররা এ সমস্ত ঝাটকা বিক্রি করছে। এ ব্যাপারে উপজেলা ম্যৎস কর্মকর্তা আখতার হোসেন এর সাথে যোগাযোগ করা হলে সে জানায়, আমরা অভিযান চালাইতেছি তবে ঝাটকা নিধনকারী জেলেদের ধরতে পারছিনা।

এর আগে ৩ জনকে ধরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাঁজা দিয়েছিলাম। বৃহস্পতিবার বিকেল ৪টায় টঙ্গীবাড়ী উপজেলা ম্যৎস অফিসে গিয়ে ম্যৎস কর্মকর্তা আখতার হোসেন এবং সহকারী ম্যৎস কর্মকর্তা কাজী মফিজউল্লাহ এর রুম তালাবদ্ধ পাওয়া গেছে। অফিস সহকারীর রুম খোলা থাকলেও তাদের পাওয়া যায়নি।

Leave a Reply