রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বন্ধুর ব্যাটের আঘাতে রাজিব (২০) নিহত হয়েছে। সে কামরাঙ্গীরচরের হাসাননগর এলাকায় নিজ বাসায় থাকতো। শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, রাজিব ওই এলাকায় মাঠে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল। এ সময় বন্ধু জসিমের সঙ্গে কথাকাটাকাটি হয়। এমন সময় জসিম তাকে ব্যাট দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়।
আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রাজিব মুন্সিগঞ্জ জেলার চরমুক্তারপুরের শাহ সিমেন্ট রোড এলাকার আবুল হোসেনের ছেলে।
শীর্ষ নিউজ
Leave a Reply