মা আমার – রাহমান মনি

দিনের শেষে রাত আসে আর
রাতের শেষে ভোর,
নীল আকাশে মা যে আমার
খোলেন তারার দোর।

মায়ের সাথে হয় যে দেখা
জ্যোৎস্না ভরা রাতে,
দূর হয়ে যায় কাছে তখন
দু’জন দু’জনার সাথে।

দশ মাস যে মা গর্ভে ধরে
রাখতো সারাক্ষণ,
মা যে আমার কতো প্রিয়
বুঝিনি তা তখন।

প্রসব ব্যথার কষ্ট ভীষন
সহেছে মা একা,
সব কষ্ট যায় যে ভুলে
পেয়ে আমার দেখা।

মায়ের কান্না বৃষ্টি হলে
মায়ের হাসি রোদ,
হারিয়ে মাকে, এতোদিনে
হলো আমার বোধ।

মা হারানোর চির দুখের
খবর যখন আসে,
নাড়ি ছেড়া জঠরের ধন
তখন আমি প্রবাসে।

মা নেই আর, গেছেন চলে
অচেনা এক দেশে,
তারার মাঝে খুজে ফিরি
আমি পাগল বেশে।

শুনেছি মা নীল আকাশে
তারার মাঝে হাসে,
আমার দেখা পেতে মা তাই
চাঁদের সাথে ভাসে।।

টোকিও

Leave a Reply