সদর উপজেলার চৈতারচর গ্রামে রবিবার সেলিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সন্ধ্যা ৬টার দিকে গৃহবধূকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় হাসপাতালের বারান্দায় মৃতদেহ ফেলে পালিয়ে যায় স্বামীর বাড়ির লোকজন।
নিহত সেলিনা আক্তার সদরের চৈতারচর গ্রামের মুন্না শেখের স্ত্রী। মাকহাটি পশ্চিমপাড়া গ্রামের হামিদ মল্লিকের মেয়ে গৃহবধূ সেলিনাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন বাবার বাড়ির লোকজন। প্রায় ১৪ বছর আগে মুন্নার সঙ্গে সেলিনার বিয়ে হয়। তাদের মোহনা, সুরাইয়া ও মরিয়ম নামে তিন মেয়ে রয়েছে।
সদর থানার সেকেন্ড অফিসার এসআই সুলতান উদ্দিন জানান, গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গৃহবধূর বাবা হামিদ মল্লিক সদর থানায় লিখিত অভিযোগপত্র দায়ের করেন।
দ্য রিপোর্ট
Leave a Reply