টঙ্গীবাড়ীতে ১৭ মণ জাটকা জব্দ

zatka20ব.ম শামীম: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড় মাছ ঘাট ও কামাড়খাড়া বাজারে অভিযান চালিয়ে সোমবার সকালে ১৭ মণ জাটকা জব্দ করেছে টঙ্গীবাড়ী মৎস্য অফিস। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে নির্বাহী ম্যাজিষ্ট্রেট টঙ্গীবাড়ী সহকারী কমিশনার ভূমি রাহেলা রহমতুল্লাহ ৯ মাছ ব্যাবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমান করেছেন। পরে জব্দকৃত মাছগুলো ধীপুর, সোনারং, মিতারা মাদ্রাসা সহ অন্যান্য মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এদিকে সোমবার উপজেলার চাঠাতিপাড়া, পাচঁগাওঁ, মান্দ্রা, দশত্তর এলাকায় গ্রামে গ্রামে ঘুরে মাছ ব্যাবসায়ীদের জাটকা ইলিশ বিক্রি করতে দেখা গেছে। হাসাইল মাছ ঘাটেও জাটকা বিক্রির খবর পাওয়া গেছে। এর আগে গত ২৬ শে এপ্রিল দৈনিক যুগান্তর প্রত্রিকায় টঙ্গীবাড়ীতে জাটকা বিক্রির মহোৎসব শিরোনামে সংবাদ প্রকাশের পর উপজেলা মৎস্য কর্মকর্তা জাটকা ধরা অভিযান শুরু করে।

রোববার সকালে উপজেলার হাসাইল মাছ ঘাট হতে ২ মন জাটকা জব্দ করা হয়। এর আগে গত ১ মাস যাবৎ টঙ্গীবাড়ীর উপজেলার পদ্মা পারের মাছঘাটগুলোতে জাটকা বিক্রির মহোৎসব চলে। নাম প্রকাশ না করার শর্তে কয়েক মৎস্য ব্যাবাসায়ী জানান, মৎস্য কর্মকর্তাকে মাসোহরী দিয়েই এ সমস্ত জাটকা এ অঞ্চল দিয়ে ঢাকা-নারায়নগঞ্জ সহ দেশের অন্যান্যস্থানে বিক্রি হচ্ছে।

Leave a Reply