মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়ায় ৫০০ একর জমিতে পোশাক শিল্পপল্লী নির্মাণে চীনের অর্থায়নের প্রস্তাবটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ে চীনের ওরিয়েন্ট ইন্টারন্যাশনাল (হোল্ডিং) কোম্পানির সভাপতি তাং শিয়াও জি ও বিজিএমইএর সভাপতি
আতিকুল ইসলামের নেতৃত্বে চীনের এক ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। সভায় বিজিএমইএর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনসহ অন্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, চীনের প্রস্তাব অনুযায়ী প্রায় ১২০ কোটি ডলার ব্যয়ে নির্মিত ওই শিল্পনগরীতে আড়াইশ’ কারখানা স্থাপন করা হবে। এ ছাড়া কার্যালয়, আবাসন সুবিধা, নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে সরাসরি যোগাযোগ, নৌপথ সংযোগ এবং হাসপাতালসহ সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে। আর এ পুরো প্রক্রিয়ার সঙ্গে যৌথভাবে যুক্ত থাকবে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।
তোফায়েল বলেন, এ শিল্পপল্লী নির্মাণ হলে তিন লাখ শ্রমিকের কর্মসংস্থান হবে। এখান থেকে বছরে ৩০০ কোটি ডলার মূল্যের তৈরি পোশাক রফতানি করা সম্ভব হবে।
তিন বছরের মধ্যে এ শিল্পপল্লীতে কারখানা স্থাপন করে উৎপাদনে যেতে পারবে কারখানাগুলো। তিনি বলেন, পোশাক শিল্পে চীন অভিজ্ঞতায় সমৃদ্ধ। ভিয়েতনাম, কম্বোডিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে চীন তৈরি পোশাক কারখানা নির্মাণ করে সুনাম অর্জন করেছে। বাংলাদেশের সম্ভাবনাময় পোশাক শিল্পনগরী নির্মাণেও তারা আগ্রহী। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা প্রাথমিকভাবে নির্ধারিত জায়গাটি পরিদর্শন করেছেন।
বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন, চীনের সহায়তায় বাংলাদেশে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, বুড়িগঙ্গা সেতু, বিদ্যুৎকেন্দ্র ও শাহজালাল সার কারখানাসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মিত হয়েছে। পদ্মা সেতু নির্মাণের দরপত্রে একক কোম্পানি হিসেবেও একটি চীনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
সমকাল
Leave a Reply