বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে মুন্সীগঞ্জে মহান মে দিবস পালিত হচ্ছে। জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় জেলা শিল্পকলা একাডেমি ভবন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।
এরপর সকাল পৌনে ৯টায় শিল্পকলা একডেমিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দীন, জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল, উপজেলা চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস প্রমুখ।
র্যালি ও আলোচনা সভায় জেলা শ্রমিক লীগ, মহিলা শ্রমিক লীগ ও র্নিমাণ শ্রমিক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের শ্রমিকরা অংশ নেন।
দ্য রিপোর্ট
Leave a Reply