লৌহজংয়ে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেফতার

dakatiসদ্য দুটি ডাকাতি হওয়ার ঘটনায় মুন্সীগঞ্জের লৌহজংয়ে লুণ্ঠিত মোবাইল সেট, সিম কার্ড ও হাতঘড়ি এবং ডাকাত সর্দারসহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। দ্বিতীয় দফায় সোমবার মধ্যরাত ও মঙ্গলবার সকাল পর্যন্ত ঢাকার শাহজাহানপুরের গুলবাগ, নারায়ণগঞ্জের চাষাড়া ও এনায়েতনগর এলাকা থেকে তাদের গ্রেফতার ও লুণ্ঠিত মাল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হল- মাদারীপুর জেলার শিবচর উপজেলার রাজারচর গ্রামের মোতালেব মাদবর, কালকিনি উত্তর রমজানপুর চড়ুইকান্দি গ্রামের সিরাজ হাওলাদার ও দাউদকান্দি উপজেলার বিটমান গ্রামের ফরহাদ হোসেন। লৌহজং থানার সেকেন্ড অফিসার ও ডাকাতি মামলার আইও এসআই জুলহাস উদ্দিন জানান, ৫ এপ্রিল রাত দেড়টার দিকে লৌহজং উপজেলার নাগেরহাট গ্রামের মানবাধিকার কর্মী ও ড্রিমল্যান্ড মাল্টিপারপাস কোম্পানির নির্বাহী পরিচালক রবিন ঘোষ ও তার বড় ভাই গোপাল ঘোষের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়।

যুগান্তর

Leave a Reply