মা কথাটি ছোট্ট শোনায়
কিন্তু যেনো ভাই,
এরচে’ মধুর ডাক যেনো আর
ত্রিভূবনে নাই।
নারী যখন মা ডাকটি
প্রথম শুনতে পায়,
প্রসব ব্যাথার কষ্টগুলো
সব যে ভূলে যায়।
বাবা ডাকটি শুনতে লাগে
মধুর সবার কাছে,
বাবা ডাকটি শুনলে পরে
পূর্ণতা ঠিক আসে।
বাবা-মা তার অপার স্নেহে
সন্তানকে বড় করে,
বড় হয়ে সন্তান যেনো
সংসারের হাল ধরে।
ছেলে-মেয়ের খুনসুটিতে
মা-বাবার হয় সময় পার,
মা ও বাবার আদর স্নেহ
মূলতই খুব দরকার।
সন্তান ই তো পারে কেবল
বাবা মায়ের মন ভরাতে,
সুশিক্ষার আলো জ্বেলে
বিশ্বটাকে জয় করাতে।।
টোকিও
Leave a Reply