কাজী দীপু: ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উপলে মুন্সীগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসকাবের শফিউদ্দিন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় বক্তারা গনমাধ্যমের বাক স্বাধীনতা শতভাগ বাস্তবায়ন করার জন্য রাজনৈতিক লেজুরবৃত্তি ছেড়ে সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায় করার আহবান জানিয়েছেন।
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরি কমিটির সদস্য মাহাবুব আলম বাবুর সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সাপ্তাহিক মুন্সীগঞ্জ সংবাদের সম্পাদক নাসিরউদ্দিন এলান।
এছাড়া আরও বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাবিবর আহমেদ দীপু, যুগ্ন সম্পাদক মামুনুর রশীদ খোকা, দৈনিক জনতার জেলা প্রতিনিধি সুমন ইসলাম, ওয়াননিউজ বিডি ডটকমের জেলা প্রতিনিধি সামছুল হুদা হিটু, দৈনিক রূপবানীর জেলা প্রতিনিধি কাজী আকরাম ও দৈনিক আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি নাদিম মাহমুদ।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন যমুনানিউজ বিডি ডটকমের জেলা প্রতিনিধি সুমিত সুমন, এনটিভির ক্যামেরাম্যান কামাল হোসেন, মো. মহমিন প্রমুখ। এর বেলা ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে রেডিও বিক্রমপুর ও দৈনিক মুন্সীগঞ্জের কাগজের যৌথ আয়োজনে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উপলক্ষে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply