মুন্সীগঞ্জে হিন্দুদের মহানাম যজ্ঞ অনুষ্ঠানের কুণ্ডলী ভেঙে দেয়ার অভিযোগ ওঠেছে শ্রীনগর থানার এক এএসআইর বিরুদ্ধে। শ্রীনগর উপজেলার বাঘরা ইউনিয়ন বাসুদেব মন্দিরে শনিবার সন্ধ্যায় এ ঘটনার সময় এএসআই নুরুল ইসলাম হিন্দু ধর্ম সম্পর্কে কটুক্তি করেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
বাসুদেব মন্দির কমিটির সাধারণ সম্পাদক হরিদাসসহ একাধিক সদস্য জানান, তাদের মন্দিরে পাচঁদিনের মহানামযজ্ঞের অনুষ্ঠানের শনিবার ছিল চতুর্থ দিন। ঐ দিন বিকালে শ্রীনগর থানার এএসআই নুরুল ইসলাম সেখানে গিয়ে গাঁজা উদ্ধারের নামে অভিযান চালায়।
এ সময় এএসআই নুরুল যজ্ঞ কুণ্ডলী ভেঙে ফেলেন এবং হিন্দু ধর্ম সম্পর্কে কটুক্তি করেন। এতে উপস্থিত হিন্দু ধর্মের অনুসারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
পরে শ্রীনগর থানার ওসি শেখ মাহবুবুর রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং এএসআই নুরুল ইসলাম প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন।
শ্রীনগর থানার ওসি শেখ মাহাবুবুর রহমান কুণ্ডলী ভেঙে দেবার বিষয়টি ঠিক নয় দাবি করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছু সাধু জাতীয় লোক গাঁজা খাচ্ছিল বলে অভিযোগ পাওয়ায় এএসআই নুরুল সেখানে গিয়েছিলেন।”
কিছুটা ভুল বোঝাবুঝির ঘটনা ঘটে উল্লেখ করে ওসি বলেন, “সংবাদ পেয়ে আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মিমাংসা করি।”
বিডিনিউজ
Leave a Reply