ব.ম শামীম: নিন্ম মানের ইট ব্যবহার করায় টঙ্গীবাড়ী উপজেলার সাতুল্লা-চাঠাতিপাড়া রাস্তায় ইট বিছানোর ২ মাসের মধ্যেই ক্ষত দেখা দিয়েছে। বিভিন্ন স্থানে ইটের কনা খসে যাচ্ছে।
জানাগেছে, টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের বার্ষিক উন্নায়ন কর্মসূচি ( এডিপির) ১৪ লক্ষ টাকা ব্যয়ে উক্ত রাস্তার ২২ শত ফিট ইট ২ মাস আগে বিছানো হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান মিম এন্টারপ্রাইজ এর নামে পাঁচগাওঁ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলি আহমেদ সেখ উক্ত কাজটি বাস্তবায়ন করেন।
নির্মানের সময় নিন্ম মানের ইট ব্যবহার করায় রাস্তা নির্মানের দু-মাস না পেড়োতেই বিভিন্ন স্থানে ক্ষত দেখা দিয়েছে।
এ ব্যাপারে টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজি আব্দুল ওয়াহিদ এর সাথে যোগযোগ করা হলে সে জানায়, সে সময় এই উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সরকারী বিধি মোতাবেক আমি উক্ত উন্নায়ন কজের তদারকি করতে পারি নাই। আর এ সুযোগে এই নিন্ম মানের কাজটি করা হয়েছে।
Leave a Reply