সাধারণ ছাত্রদের সরকারি চাকুরীতে প্রবেশের বয়স ৩০ থেকে ৩৫ বছর করার দাবিতে মুন্সীগঞ্জ শহরে বৃহস্পতিবার মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করে।
বেলা সাড়ে ১০ টা থেকে ১১ টা পর্যন্ত জেলা সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে শহরের পুরাতন কাচারীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সম্মিলিত এ মানববন্ধন করা হয়।
সাধারণ ছাত্র-ছাত্রী ছাড়াও অভিভাবক, সচেতন নাগরিকবৃন্দ এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক সাইফুল হাসান বাদলের কাছে সাধারণ ছাত্র পরিষদের সভাপতি আবু সাত্তার মুন্সীর স্বাক্ষরিত একটি স্মারকলিপি পেশ করে।
ব্রেকিংনিউজ
Leave a Reply