১০ লাখ টাকার চেক ডিস অনার মামলায় পরোয়ানা জারির এক বছরেও পুলিশ গ্রেপ্তার করেনি লৌহজংয়ের প্রতারক মো. খোরশেদ সিকদার (৩০)-কে। লৌহজং থানায় অবাধে আসা যাওয়া করলেও তাকে পুলিশ গ্রেপ্তার করছে না বলে অভিযোগ উঠেছে। প্রতারক খোরশেদ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি গ্রামের আবুল সিকদারের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুর গ্রামের আল-আমিনের কাছ থেকে ব্যবসায়িক কাজে খোরশেদ ২০১২ সালের ১৯ শে নভেম্বর ১০ লাখ টাকা ঋণ নেয়। এ টাকা পরিশোধের জন্য খোরশেদ সিকদার একই দিন লৌহজংয়ের কলমা শাখায় অগ্রনী ব্যাংক লিমিটেডের একটি চেক দেয় আল-আমিনকে। যার চেক নং-০১ড-৮৪১৯৩০০। চেকের সঞ্চয়ী হিসার নং-৬২০৮। চেকটি গত বছরের ২৩শে জানুয়ারি ওই ব্যাংকে জমা দেয়া হয়। কিন্তু ব্যাংকে পর্যাপ্ত পরিমাণের টাকা না থাকায় ব্যাংক কর্তপক্ষ চেকটি ফেরত দেয়। পরে একই বছরের ২৬ শে ফেব্রুয়ারি ব্যাংক চেকটি ডিসঅনার করে। ওই টাকা পরিশোধের জন্য গত বছরের ৬ই মার্চ মুন্সীগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী মুহাম্মদ হান্নান মিয়া জুয়েল আল-আমিনের পক্ষে লিগ্যাল নোটিশ পাঠায় খোরশেদ সিকদারের কাছে। এরপর খোরশেদ সিকদারকে আসামি করে গত বছরের ১২ জুন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-মুন্সীগঞ্জ, আমলী আদালত নং ৬ এ মামলা দায়ের করেন। আদালতের বিচারক মো. শাহাবুদ্দিন খোরশেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়না জারি করেন। আদালতের নির্দেশনা ওইদিনই লৌহজং থানায় প্রেরণ করা হয়। কিন্তু দীর্ঘদিনেও লৌহজং থানার ওসি মো. আবুল কালাম আজাদ আপোস-মিমাংসার কথা বলে খোরশেদকে গ্রেপ্তার করেনি।
এ ব্যাপারে লৌহজং থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, প্রতারক খোরশেদ নিখোঁজ হয়ে পড়েছে। তাকে পাওয়া যাচ্ছে না। খোরশেদ সিকদার স্থানীয় সংসদ সদস্যে’র আতœীয় বলে তিনি জানান।
মুন্সীগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার বলেন, বিষয়টি আমি দেখছি। কোন মামলার আসামি থানায় আসা যাওয়ার নিয়ম নেই।
এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য ও সাবেক হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, খোরশেদ আমার কিছু হয় না। অপরাধীকে ধরার দায়িত্ব পুলিশের। তারা তাদের কাজ করবে।
মুন্সীগঞ্জ বার্তা
Leave a Reply