২৪ মে মুন্সীগঞ্জ যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ওইদিন তিনি মুন্সীগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এছাড়া জনসভায় বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
জনসভায় বিএনপির লক্ষাধিক নেতাকর্মী সমবেত হবে বলে আশা প্রকাশ করেছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাই।
এদিকে, ২৪ মে খালেদা জিয়ার জনসভার অনুমতি চেয়ে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই রোববার দুপুরে জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদলের কাছে আবেদন করেছেন।
এ ব্যাপারে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, আইনি প্রক্রিয়া শেষে জনসভার অনুমতির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। জেলা বিএনপির সভাপতি বলেন, জনসভার অনুমতি পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী।
অন্যদিকে, দলের চেয়ারপারসনের আসার খবরে মুন্সীগঞ্জ জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছে। তারা এখন জনসভা সফল করতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বাংলানিউজটোয়েন্টিফোর
Leave a Reply