মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার শান্তিনগর এলাকায় বুধবার এ ঘটনা ঘটে।
যাত্রীবাহী বাসের ধাক্কায় বাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে দেয়াল চাপায় একই পরিবারের ৪ জন আহত হয়েছেন। জেলার গজারিয়া উপজেলার শান্তিনগর এলাকায় বুধবার এ ঘটনা ঘটে।
আহত মোশারফ হোসেন মোহন, হাসিনা আক্তার, শফিকুল ইসলাম ও মজিবুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট সাইফুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
এ সময় বাসটি মহাসড়কের পাশের একটি বাড়ির প্রাচীর দেয়ালে ধাক্কা দেয়।
এতে বাড়ির মালিক মোশারফসহ ৪ জন আহত হন।
সমকাল
Leave a Reply