রাতের মধ্যেই উদ্ধার করা যাবে লঞ্চ

Miraz7দুই শতাধিক যাত্রী নিয়ে মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ডুবে যাওয়া এমভি মিরাজ-৪ নামের লঞ্চটি রাতের মধ্যে উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এরইমধ্যে লঞ্চটির অবস্থান শনাক্ত করে তা ক্রেন দিয়ে তীরের দিকে নিয়ে আসা হচ্ছে।

দুর্ঘটনাস্থলে থাকা মুন্সিগঞ্জের গজারিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এমদাদ হোসেন রাত ১১টার দিকে বাংলানিউজকে এমনটাই জানালেন।

উদ্ধার তৎপরতায় নিয়োজিত জাহাজ প্রত্যয়ের অফিসারদের বরাত দিয়ে তিনি বলেন, ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যে লঞ্চটি উদ্ধার করা সম্ভব হবে। কিছু প্রক্রিয়া শেষে ক্রেন দিয়ে তীরের দিকে নিয়ে আসার চেষ্টা করা হবে। উদ্ধারকারী জাহাজকে সঠিক অবস্থানে নিয়ে লঞ্চটি টেনে তোলা হবে।
Miraz10
এর আগে রাজধানীর সদরঘাট থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে শরীয়তপুরের সুরেশ্বর যাওয়ার পথে বেলা ৩টার দিকে গজারিয়ার দৌলতদিয়ায় লঞ্চটি নদীতে ডুবে যায়।

লঞ্চডুবির ঘটনায় রাত সোয়া ১১টা পর্যন্ত ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে আরো ৩৫জনকে।

ডুবে যাওয়ার পর থেকে নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ৪০টি ট্রলার নিয়ে মেঘনায় তল্লাশি চালালেও সন্ধ্যার পর ঘটনাস্থলে ‘প্রত্যয়’ পৌঁছানোর পর লঞ্চটির অবস্থান নিশ্চিত করা হয়।

নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান, স্থানীয় সাংসদ মৃনাল কান্তি দাস, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান শামসুদ্দোহা তালুকদার, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞা এবং মুন্সীঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ তদারক করছেন।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply