আরিফ হোসেন: ঢাকা-মাওয়া মহাসড়কে রড বোঝাই ট্রাক উল্টে এর নিচে চাপা পড়ে দুই সিনজি যাত্রী নিহত হয়েছে। শুক্রবার ভোররাতে উপজেলার কেয়টখালী নামক স্থানে এঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে রড বোঝাই করে একটি ট্রাক (ঝিনাইদাহ মেট্রো ট ১১-০৭৪৯) ভান্ডারিয়া যাওয়ার পথে কেয়টখালী নামক স্থানে গতি রোধক পার হওয়ার সময় উল্টে যায়। এসময় বিপরীত মুখী একটি সিনজি অটোরিক্সা (ঢাকা মেট্রো থ ১১-১৯০৯) রডের নিচে চাপা পড়ে।
এতে সিনজির দুই যাত্রী ফোরকান (৪২) ও অজ্ঞাতনামা যুবক (৩৫) ঘটনা স্থলে প্রান হারায়। পুলিশ ট্রাক ও দুমড়ে মুচড়ে যাওয়া সিনজিটিকে উদ্ধার করে শ্রীনগর থানায় নিয়ে আসে।
Leave a Reply