ইমতিয়াজ বাবুল: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী রিমু আক্তার (১২) কে শুক্রবার সকালে পুলিশ ডেমরা থানার সারুলিয়া থেকে উদ্ধার করে এবং ২জন মহিলা সহ ৫জন অপহরণকারীকে আটক করে।
রিমু আক্তার মালখানগর ইউনিয়নের কাজীরবাগ গ্রামের মোঃ জাহাঙ্গীর হোসেনের মেয়ে, গত বৃহস্পতিবার সকালে তার পাশের বাড়ীর ফজল খার মেয়ে ইয়াছমিন (২৬) আস পাশে বেড়াতে যাওয়ার কথা বলে মুখে রুমাল দিয়ে অজ্ঞান করে সিএনজি করে নারায়নগঞ্জ চাষড়া আবুল কালাম কাছে নিয়ে যায়, সেখান থেকে রাতে আবুল কালাম ও তার স্ত্রী শারমিন ঢাকার ডেমরা থানার সারুলিয়া ফারুক হোসেনের বাসায় আটকে রাখে।
এদিকে ইয়াছমিন বাড়ী চলে আসলে তাকে সন্দেহ হলে স্থানীয়রা আটক করে থানায় খবর দেয়। পুলিশ ইয়াছমিনের কথা অনুযায়ী শুক্রবার ভোরে রিমুকে সারুলিয় থেকে উদ্ধার করে। সে সময় আবুল কালাম, শারমিন, জাকির, ইয়াছমিন ফারুককে আটক করেসিরাজদিখান থানায় নিয়ে আসে।
সিরাজদিখান থানার অফিসার ইন চার্জ আবুল বাসার জানান, সন্দেহ জনক ভাবে এলাকাবাসী ইয়াছমিনকে আটক করে থানায় খবর দেয়। আমরা তার স্বীকারোক্তি অনুযায়ী এস আই মোনায়েম মোল্লার নেতৃত্বে একটি টিম ডেমড়া সারুলিয়া পাঠাই সেখান থেকে রিমুকে উদ্ধার ও ৫ জনকে আটক করি ।
মোবাইল -০১৭১৫৫২১১৫৪
১৬-০৫-১৪
Leave a Reply