চেইন ছিঁড়ে গেল উদ্ধারকারী জাহাজের

Miraz132মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনায় ডুবে যাওয়া লঞ্চ এমভি-মিরাজ উদ্ধারে ব্যর্থ হয়েছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। শুক্রবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে লঞ্চটি পানি থেকে ওপরে ওঠানোর চেষ্টা করা হলে উদ্ধারকারী জাহাজের ফিল্ম (টেনে তোলার চেইন) ছিঁড়ে যায়।

এর ফলে শুরুতেই উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। সর্বশেষ আবারো লঞ্চটি ওঠানোর প্রস্তুতি নিচ্ছে উদ্ধারকারী জাহাজের কর্মকর্তারা। পুনরায় বিকল্প উপায়ে উদ্ধারকাজ শুরু করতে দুইঘণ্টা সময় লাগবে।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা রনি বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
Miraz132
মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া লঞ্চ এমভি মিরাজ-৪ থেকে শুক্রবার বেলা ১১টা পর্যন্ত নারী ও শিশুসহ ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

এরমধ্যে ২৪ জনের লাশ সনাক্ত ও ২০ জনের লাশ হস্তান্তর করা হয়েছে। লাশের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে অর্ধশতাধিক।

জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে গজারিয়া উপজেলার দৌলতপুর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে এ লঞ্চডুবির ঘটনা ঘটে।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply