ডুবে থাকা লঞ্চটিকে সোজা করেছে উদ্ধারকারীরা

Miraz153মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া লঞ্চটিকে ৩৬ ঘণ্টা পর সম্পূর্ণ উল্টো হয়ে ডুবে থাকা অবস্থা থেকে সোজা করছে উদ্ধারকর্মীরা। এর আগে ডুবে যাওয়ার ২৬ ঘণ্টা পর লঞ্চটি দৃশ্যমান হলেও সম্পূর্ণভাবে উল্টো হয়ে থাকায় উদ্ধার কাজ ব্যাহত হয়।

শুক্রবার দিবাগত রাত ৩টায় উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’-এর সহায়তার উদ্ধাকারী দল লঞ্চটিকে সোজা করে। এর ফলে উদ্ধার তৎপরতা সহজ ও গতিময় হবে বলে জানান তারা।
Miraz153
বিআইডব্লিউটিএ’র নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মো. গোলাম হোসেন জানান, উদ্ধার কাজ ৯০ শতাশ সম্পন্ন হয়েছে। ডুবো জাহাজটাকে সোজা করা গেছে।

এখন উদ্ধারকারী ডুবুরিরা লঞ্চটিতে নিখোঁজ মৃতদেহের সন্ধান চালাবে বলেও জানান তিনি।

এদিকে লঞ্চটিকে সোজা করার পর রাত সোয়া ৩টায় ফায়ার ব্রিগেডের ডুবুরিরা লঞ্চের ভেতরে প্রবেশ করে উদ্ধার অভিযান শুরু করেছেন।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply