সিরাজদিখানে ধান মাড়াইয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু

dmসিরাজদিখান উপজেলার সর্বত্র ধান মাড়াইয়ে আধুনিক প্রযুক্তির ব্যাবহার শুরু হয়েছে। সিরাজদিখান উপজেলার প্রত্যন্ত গ্রাম-গঞ্জে কৃষকরা ধান মাড়াইয়ের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যাবহার শুরু করেছে। আগে কৃষকরা অনেক কষ্ট করে ধানের মোগা হাতে নিয়ে পাটা অথবা ইটের খান্ডার উপর নিয়ে বাড়ি দিয়ে ধান ঝাড়ত।

এখন আর সেই দৃশ্য দেখা যায় না বললেই চলে। কম খরচ ও কম সময়েই ধান বের করতে পেরে এবার কৃষকরা মহা খুশি। প্রযুক্তির উৎকর্ষে খেতের মধ্যেই কৃষকরা আধুনিক প্রযুক্তি বোঙ্গা দিয়ে ধান মাড়াই করছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ধান কেটে খেতের মধ্যেই কৃষকরা সাড় অথবা আলুর বস্তার চট বিছিয়ে সেখানে বোঙ্গা রেখে তারা ধান মাড়াই করছে। এতে তাদের পরিশ্রম, সময় এবং অর্থের শা¯্রয় হচ্ছে।
dm
কমলাপুর গ্রামের কৃষক মাও: মনির হোসেন জানান, আধুনিক প্রযুক্তির উপকরণের জন্য আমি এবার ১৪ বছর পর ধান ক্ষেতি করলাম। খুব সহজেই ধান সংগ্রহ করতে পেরে আনন্দ পাচ্ছি। একই গ্রামের আব্দুল্লাহ বেপারী বলেন, আমি এবার ৪ কানি জায়গায় ধান রোপণ করেছি। অন্যান্য বছরের চেয়ে এবার খুব সহজেই আধুনিক উপকরণের ব্যাবহারের ফলে ফসল ঘরে তুলতে পেরেছি।

বিডিরিপোর্ট

Leave a Reply