মুন্সীগঞ্জে লঞ্চডুবি: আরও ১ লাশ উদ্ধার

Miraz161মুন্সীগঞ্জের গজারিয়ায় লঞ্চডুবির চারদিন পর মেঘনা নদী থেকে আরেকটি লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে লাশের সংখ্যা দাঁড়াল ৫৭। সোমবার সন্ধ্যায় গজারিয়ার দৌলতপুরে দুর্ঘটনাস্থলের অর্ধ কিলোমিটার দূরে লাশটি পাওয়া যায়। লাশটির পরিচয় পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।

গজারিয়া থানার ওসি মো. ফেরদৌস হোসেন জানান, মেঘনা নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। উদ্ধারের পর লাশটি গজারিয়া থানায় রাখা হয়েছে।

জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, কোস্টাগার্ড ও পুলিশ এখনো নদীতে তল্লাশি চালাচ্ছে।

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার দৌলতপুরের কাছে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী লঞ্চ এমভি মিরাজ-৪ দুই শতাধিক যাত্রী নিয়ে মেঘনায় ডুবে যায়। লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে শরীয়তপুরের সুরেশ্বরে যাচ্ছিল।

বিডিনিউজ

Leave a Reply