শ্রীনগরে ৬ মাদকসেবী অটক

yabaআরিফ হোসেন: শ্রীনগরে ৬ মাদকসেবীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার মধ্য কামারগাও এলাকা থেকে ফয়সাল খান (২৩), হানিফ (৩০), সুমন (২৮), অংকন বাবু (২৮) কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। একই দিন বাঘরা এলাকা থেকে চুন্নু (৩৫) ও পাটাভোগ এলাকা থেকে রিফাত (২০) কে গাঁজা সহ গ্রেপ্তার করা হয়।

Leave a Reply