সিরাজদিখান বালুচরে রাস্তায় নিম্নমানের ইট ব্যবহার

SirEমুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের বালুরচর বাজার থেকে দশরপাড়া পর্যন্ত রাস্তার ইট বিছানোর কাজ চলছে। ৮ ফুট চওড়া ১৩ শ ফুট লম্বা এই রাস্তায় নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। সরেজমিনে দেখা যায়, বালুর চর গ্রামের মধ্যে থেকে একটি কাঁচা রাস্তা দশরপাড়ার দিকে চলে গেছে। ওই রাস্তায় ইট বিছানোর ব্যবস্থা করেন স্থানীয় বালুর চর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা তাইজুল ইসলাম।

তাইজুল ইসলাম জানিয়েছেন, নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে বলে যে অভিযোগ উঠেছে সেটা ঠিক নয়। তাছাড়া ওই রাস্তা দিয়ে কোন ভারি যানবাহন চলাচল করে না। যে কারনে রাস্তা যথেষ্ট ভাল মানের ইট ব্যবহার করা হচ্ছে। গ্রামবাসী জানান, বর্ষার সময় এই রাস্তা দিয়ে চলাচল করা যায় না। রাস্তাটিতে ইট বিছানের দাবি গ্রামবাসীর দীর্ঘদিনের।

SirE
বার্তা২৪

Leave a Reply