মুন্সীগঞ্জ পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সামনে বৃহস্পতিবার পুলিশ পরিচয়ে তল্লাশির নামে দুই নারীর কাছ থেকে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন সেট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শহরের জুবলী রোডে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবে এসে বেলা ১২টার দিকে সাংবাদিকদের কাছে এ অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী হাজেরা বেগম (৫৫)।
তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে ছেলের বউ ইয়ারা বেগমকে সঙ্গে নিয়ে দেওভোগ এলাকা থেকে পঞ্চসার দশকানি এলাকার উদ্দেশে হেঁটে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে পৌঁছলে অপরিচিত ৩ ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাদের শরীর তল্লাশির কথা বলে।
এ সময় স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন সেট নিয়ে ওই ৩ ব্যক্তি দৌড় দিলে ছিনতাইকারী বলে চিৎকার দেন তারা।
আশপাশের লোকজন ছুটে আসার আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ইয়ারদৌস হাসান বলেন, ‘ছিনতাইয়ের কথা শুনেছি। লিখিত অভিযোগ পেলে পুলিশ ঘটনা খতিয়ে দেখবে।’
দ্য রিপোর্ট
Leave a Reply