কল্পনার লাশ অবশেষে ৮ দিন পর উদ্ধার

মুন্সীগঞ্জের মেঘনায় লঞ্চ দুর্ঘটনা
দুর্ঘটনার ৮ দিন পর অবশেষে কল্পনা আক্তারের (১৩) লাশ উদ্ধার হয়েছে বৃহস্পতিবার সকালে। বেলা ১১টার দিকে গজারিয়া উপজেলার দৌলতপুরে মেঘনা নদীতে ঠিক দুর্ঘটনাস্থলে লাশটি ভেসে উঠে। এ নিয়ে মোট লাশের সংখ্য দাঁড়ালো ৫৮।

এর মধ্যে ৫৭ টি লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হলেও মঙ্গলবার উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের এখনও পরিচয় মিলেনি। লাল ডোরা গেঞ্জি ও স্টেপের কালো প্যান্ট পরা এই যুবকের লাশ চারদিন ধরে মুন্সীগঞ্জ মর্গে রাখা হয়েছে।

এসব তথ্য দিয়ে জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, সরকারি হিসাবে আরও চার ব্যক্ত নিখোঁজ রয়েছে। তাই উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। কল্পনা আক্তারের লাশ সনাক্ত করতে এসে ঢাকার নাবাবগঞ্জের দরিকান্দা গ্রামের আব্দুল করিম কান্নায় ভেঙ্গে পড়েন। লাশটি ফুলে গেলেও চেহরা চেনা যাচ্ছিল। তাই তার পিতা বারবার কন্যার লাশ জড়িয়ে ধরছিলেন। তার গনন বিদারী আহাজারিতে বিশেষ এক শোকাবহ পরিবিশ সৃষ্টি হয়। দুর্ঘটনাস্থলের কিছুটা দূলে মূল সড়ক রসুলপুরে লাশটি রাখা হয়।

গজারিয়া থানার ওসি মো. ফেরদাউস জানান, সনাক্তের পর এখান থেকেই কল্পনার লাশটি তার বাবা ও চাচার সাহেব আলীর কাছে সন্ধ্যায় হস্তান্তর করা হয়। কল্পনার লাশের খবর পেয়ে মা গৃহিনী শাহানার বেগমের আহাজারি আরও বেড়ে যায়। কল্পনার কাঠ মিস্ত্রী বাবা আব্দুল করিম মেয়ের লাশের ভার যেন বহন করতে পারছিল না। কেরানীগঞ্জের রুহিতপুর প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী কল্পনা পাশের ভাড়াটিয়া মাসুম হোসেনের পরিবারের সাথে তাদের গ্রামের বাড়ি নড়িয়া উপজেলার চাকধ গ্রামে যাচ্ছিল।

কেরানীগঞ্জের রুহিতপুরের এ্যাম্বোটারী কারখানার কর্মচারী হত্যভাগ্য মাসুম হোসেন (৩৮), তার স্ত্রী রহিমা বেগম (৩২), দুই পুত্র মো. রুমান (৫) ও আব্দুল্লাহ আল রেদোয়নের (২) সলিল সমাধি হয়েছে। কিন্তু তাদেরই সহযাত্রী কল্পনাকে এখনও পাওয়া যায়নি। কল্পনার শোকে মা শাহানার বেগম বিলাপ করে বলেন, অন্যের সাথে বেড়াতে গিয়ে আমার কল্পনা এভাবে চলে যাবে আমি কি জানতাম..। এক বৃহস্পতিবার জিবিত বাড়ি থেকে গেল। আরেক বৃহস্পতিবার লাশ হয়ে ফিরছে কল্পনা। শাহানারা বলেন, ‘আমার কল্পনার সাথে মাসুমের দুই পুত্র মো. রুমান ও আব্দুল্লাহ আল রেদোয়নের এত ভালো সম্পর্ক ছিল যে কেউ কাউকে ছেড়ে থাকতে পারতো না। সেই জন্যই বেড়াতে যেতে দেই। তার দুই কন্যার মধ্যে কল্পনা ছিল বড়। ছোট মেয়ের নাম কারিয়া আক্তার। পরিবারটিতে চলছে এখন শোকের মাতম। উল্লেখ্য বৃহ¯পতিবার বিকেল সাড়ে ৩টায় গজারিয়ার দৌলতপুরে মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ে প্রায় আড়াইশ যাত্রী নিয়ে ডুবে যায় এমভি মিরাজ-৪। লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে শরীয়তপুরের নড়িয়া যাচ্ছিল।

মুন্সিগঞ্জেরকাগজ

Leave a Reply