হাদারামের বিয়ে – রাহমান মনি

হাদারাম করবে বিয়ে
গোমটা মাথায় দিয়ে,
আসবে এক অচেনা নারী
পরে একটা লাল শাড়ী।

পাত্রী হবে দেখতে কেমন?
হাদারামের কাম্য যেমন,
ধীর স্থির চাল চলন
ছিমছাম তার শরীর গড়ন।

লম্বা থাকবে চুল
শিক্ষাই হবে মুল,
সাদা সিদে জীবন যাপন
শ্বশুর বাড়ী করবে আপন।

হাসি খুশি রং তামাশা
দু’জন মিলে হর হামেশা,
হতে হবে বন্ধুর মতো
সুখ দুখের কথা যতো।

মন খুলে বলতে পারবে যাকে
হাদারাম বিয়ে করবে তাকে,
হাদারাম কে বসিয়ে রেখে
মুরব্বীরা পাত্রী দেখে।

কেউবা বলে, একটু হাঁটো
কেউবা দেখে চুল,
কেউ বলে, সুরা পড়তে
হয়না যেনো ভূল।

হাদারাম যায় যে ক্ষেপে
অনেকক্ষণ তো ছিল চেপে,
রেগে বলে, চলো যাই
বিয়ে আমার দরকার নাই।।

টোকিও, নভেম্বর ২০১২

Leave a Reply